বাংলা নিউজ

Sony Xperia 10 VII ৮ জিবি র‍্যাম এবং স্ন্যাপ ড্রাগন প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এই মাসেই বাজারে লঞ্চ করবে

এই সেপ্টেম্বর মাসেই বাজারে আসতে চলেছে Sony Xperia 10 VII, দুর্দান্ত ক্যামেরা অসাধারণ ডিজাইনের পাওয়া যাবে এই স্মার্টফোনটি।স্মার্টফোনের পিছনের দিকে রয়েছে দুইটি ক্যামেরা যার প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের আমরা হয়তো অনেকেই জানি যে Sony ক্যামেরার জন্য বাজার সেরা একটি ফোন। ৫০ মেগাপিক্সেলের সাথে অন্য ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। অন্যদিকে সেলফি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে একটি ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। পিছনে ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K রেজুলেশনের ভিডিও করা যাবে এবং সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজুলেশনের ভিডিও করা যাবে।

Sony Xperia 10 VII
Sony Xperia 10 VII price in Bangladesh.allmobilenews.com

Sony Xperia 10 VII মোবাইলে অপারেটিং সিস্টেমে রয়েছে Android 15 অপরদিকে প্রসেসর এ ব্যবহার করা হয়েছে Qualcomm SM6475-AB Snapdragon 6 Gen 3 (4 nm) এর একটি শক্তিশালী প্রসেসর। এবার আসি এই মোবাইলের মেমোরির দিকে এই মোবাইলের র‍্যামে ব্যবহার করা হয়েছে ৮ জিবি, অন্যদিকে ইন্টারনেট স্টোরে ব্যবহার করা হয়েছে ১২৮ জিবি।
একটি ভেরিয়েন্ট এবং White, Turquoise, এবং Charcoal এই তিনটি কালারের পাওয়া যাবে Sony Xperia 10 VII মোবাইলটি

এই স্মার্টফোন আরো রয়েছে এখটি ৬.১ ইঞ্চির OLED ডিসপ্লে, অপরদিকে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি।

এবার আসি Sony Xperia 10 VII মোবাইলের দামের দিকে, এই স্মার্টফোনের আনুমানিক প্রাইস রাখা হয়েছে ৪৫০ ইউরো, বাংলাদেশে এখনো অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি মোবাইলটি রিলিজ করা হয়নি, তবে বাংলাদেশে যদি রিলিজ করা হয় তবে এর আনুমানিক দাম হতে পারে BDT. ৳65,000 বা এর কিছু কম বেশি।

  • Sony Xperia 10 VII ৮ জিবি র‍্যাম এবং স্ন্যাপ ড্রাগন প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এই মাসেই বাজারে লঞ্চ করবে।.allmobilenews.com

    Sony Xperia 10 VII ৮ জিবি র‍্যাম এবং স্ন্যাপ ড্রাগন প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এই মাসেই বাজারে লঞ্চ করবে

  • বাজারে নতুন চমকে নিয়ে আসছে Samsung Galaxy M07

  • Realme 15T ধামাকা নিয়ে আসছে 7000mAh ব্যাটারি এবং Mediatek Dimensity 6400 এর চিপসেট নিয়ে

  • খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে Oppo Find X9+

    খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে Oppo Find X9+

Facebook page allmobilenews.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button