Samsung Galaxy M17 সাথে Exynos 1330 প্রসেসর নিয়ে পাওয়া যাবে মাত্র ১৭হাজার টাকায়

১৩ আক্টবর দারুন ফিচার নিয়ে বাজারে আসছে Samsung Galaxy M17, যারা স্বল্প বাজেটের ভিতর ভাল ব্রান্ডের মোবাইল কিনতে আগ্রহী তাদের জন্য এটি একটি সেরা স্মার্টফোন। 5G ব্রান্ডের এই মোবাইলে রয়েছে, Exynos 1330 (5 nm) এর একটি শক্তিশালী চিপসেট, অন্যদিকে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে Android 15,এবং One UI 7 । এই মোবাইল ফোনের র্যামে রয়েছে 4GB, 6GB, এবং 8GB
অপরদিকে ইন্টারনাল স্টোরে 128GB থাকবে।
Samsung Galaxy M17 দুইটি কালার এবং তিনটি ভেরিয়েন্ট এই স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে, কালার দুটি হল:-Moonlight Silver, Sapphire Black এবং ভেরিয়েন্ট তিনটি হল 128GB 4GB RAM, 128GB 6GB RAM, এবং 128GB 8GB RAM,
Samsung Galaxy M17 এর পিছনের দিকে ব্যবহার করেছে তিনটি ক্যামেরা, মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের এবং অন্য দুটি ২ মেগাপিক্সেলের, অপরদিকে সেলফি ক্যামেরার জন্য ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। ৬.৭ ইঞ্চির একটি Super AMOLED ডিসপ্লে সহ এখানে ব্যবহার করা হয়েছে ৫০০০ এম্পিয়ারের একটি শক্তিশালী ব্যাটারি, অপরদিকে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। যদিও স্মার্টফোনটি এখনো বাংলাদেশের অফিশিয়ালি অথবা অফিসিয়ালি রিলিজ করেনি তবে এর আনুমানিক দাম বাংলাদেশি টাকায় ১৭ হাজার টাকা এর কাছাকাছি হবে।
For more details: Samsung Galaxy M17