বাংলা নিউজ

বাজারে নতুন চমকে নিয়ে আসছে Samsung Galaxy M07

খুব শীঘ্রই বাজারে লঞ্চ হবে Samsung Galaxy M07 যাদের বাজেট 10 থেকে 12 হাজার টাকার ভিতরে এই স্মার্টফোনটি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। PLS LCD এর ৬.৭ ইঞ্চির একটি বড় ডিসপ্লে থাকছে এই মোবাইল ফোনে। ৬৫ জিবি, এবং ১২৮ জিবি থাকছে ইন্টার্নাল স্টোরে, অন্যদিকে র‍্যামে ব্যবহার করা হয়েছে ৪ জিবি এবং ৬ জিবি। এই মোবাইলে আর পাওয়া যাচ্ছে Android 15 অপারেটিং সিস্টেম এর সাথে Mediatek Helio G99 (6 nm) এর একটি প্রসেসর।

এবার আসি এই মোবাইলে আর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের দিকে যেমন ক্যামেরা, Samsung Galaxy M07 এর মোবাইলের পিছনের দিকে ব্যবহার করা হয়েছে দুইটি ক্যামেরা মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের এবং অন্যটি ২ মেগাপিক্সেলের ডিপ্থ ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ সিস্টেম । সেলফি ক্যামেরার জন্য ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

Samsung Galaxy M07 মাত্র ১০ থেকে ১২ হাজার টাকার ভিতর এই মোবাইল ফোনটি পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে তবে এত কম টাকার ভিতর গ্রাহকরা এটি Gray, Light Violet, এবং Dark Green এই তিনটি কালার এবং তিনটি ভ্যারিয়েন্টে পাবেন, এবং এই স্মার্ট ফোনে ৫০০০ এম্পিয়ার এর একটি শক্তিশালী ব্যাটারি সাথে ২৫ ওয়াটের একটি চার্জার থাকবে।

Facebook page allmobilenews.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button