বাংলা নিউজ

Tecno Spark 40C কম বাজেটের ৮জিবি র‍্যামের সেরা মোবাইল অফিসিয়ালি পাবেন বাংলাদেশের মোবাইল বাজারে

সম্প্রতি ২০২৫ সালের আগস্টে লঞ্চ করেছে Tecno Spark 40C, এই ডিভাইসটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Mediatek Helio G81 (12 nm) এর একটি প্রসেসর এবং ব্যাটারি তে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর একটি পাওয়ারফুল ব্যাটারি। এবং র‍্যামে থাকছে ৮জিবি এবং ইন্টারনাল স্টোরেজে থাকছে ২৫৬ জিবি। এই মোবাইলের দাম শুনলে আপনি আপনার প্রথম চয়েজে হয়তো এই স্মার্টফোনটি রাখবেন মাত্র ৳১২,৪৯৯ টাকাতে বাংলাদেশে অফিশিয়ালি পেয়ে যাবেন।

এত কম বাজেটের ভিতর এইরকম র‍্যাম, ইন্টার্নাল স্টোরেজ সাথে  6000 mAh এর ব্যাটারি সহ মোবাইল পাওয়া যাবেনা। এই মোবাইলে পিছনে থাকবে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে আছে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এই মোবাইলে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। Veil White, Ripple Blue, Titanium Grey, এবং Ink Black এই চারটি কালারের আপনারা মোবাইলটি পাবেন, আপনাদের পছন্দ মতন কালার পছন্দ করে নিতে পারবেন। Tecno Spark 40C আরো থাকছে Android 15, এবং HIOS 15.1 এর অপারেটিং সিস্টেম

Tecno Spark 40C মোবাইলের ডিসপ্লে তে ব্যবহার করা হয়েছে ৬.৬৭ ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট 720 x 1600 pixels  ডিসপ্লে রেজুলেশন।

Tecno Spark 40C নিয়ে আরো বিস্তারিত দেখতে হলে ভিজিট করুন click

Facebook page allmobilenews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button