বাংলা নিউজ

২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে বাজারে আসছে Vivo এর নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস Vivo X300

২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে বাজারে আসছে Vivo এর নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস Vivo X300, ২০২৫, এর ১৭ অক্টোবর বাজারে লাঞ্চ করবে ভিভোর এই ফ্লাগশিপ ডিভাইস Vivo X300, এই স্মার্টফোনের পিছনের দিকে রয়েছে তিনটি ক্যামেরা মেইন ক্যামেরা ২০০ মেগাপিক্সেলের এবং অন্য দুটি ৫০ মেগাপিক্সেলের। অপরদিকে সেলফি ক্যামেরার জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সামনের এবং পিছনের দুটো ক্যামেরা দিয়েই 4K রেজুলেশনের ভিডিও করা সম্ভব হবে। এই স্মার্টফোনের প্রসেসরে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 9500 (3 nm) এর একটি শক্তিশালী চিপসেট, অন্যদিকে এই স্মার্টফোনের অপারেটিং সিস্টেমে থাকছে Android 16, এবং Funtouch 16 ।

এই স্মার্টফোনের ডিসপ্লে তে ব্যবহার করা হয়েছে ৬.৩১ ইঞ্চির একটি LTPO AMOLED ডিসপ্লে এবং Vivo X300 এর ইন্টার্নাল স্টোরেজে 256GB, 512GB, এবং 1TB থাকবে এবং র‍্যামে আছে 12 এবং 16GB মোট ৫টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি

সবশেষে এই স্মার্টফোনের ব্যাটারিতে থাকছে 6040 mAh এর একটি পাওয়ারফুল ব্যাটারি, অপরদিকে Vivo X300 এর চার্জিং সিস্টেমে থাকছে ৯০ ওয়ার্ডের একটি তার যুক্ত চার্জার এবং ৪৫ ওয়াটের একটি ওয়ারলেস চার্জিং সিস্টেম। এই দুর্দান্ত স্মার্টফোনটি এখনো বাজারে রিলিজ করেনি, তবে বাংলাদেশে এটি রিলিজ করলে এর দাম আনুমানিক ৭৫ হাজার থেকে ৮০ হাজার টাকার ভিতর হবে।

আরো বিস্তারিত জানতে :Vivo X300

For more details, visit our Facebook page www.facebook.com/allmobilenews

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button