স্বল্প বাজেটের ভিতর বাজারে আসছে Xiaomi Redmi 15C 4G

Xiaomi খুব শীঘ্রই Redmi সিরিজের Xiaomi Redmi 15C 4G এই ডিভাইসটি শাওমি লঞ্চ করবে। তবে সেটি কবে বাজারে আসবে তবে তা এখনো প্রকাশ করেনি। এই মোবাইলের বেশ কিছু ফিচার সামনে এসেছে তা দেখে ধারনা করা যায়ে যে এটি খুবই স্বল্প বাজেটের ভিতর স্মার্টফোনটি পাওয়া যাবে।
Xiaomi Redmi 15C 4G মোবাইলে থাকছে 6000 mAh এর একটি পাওয়ারফুল ব্যাটারি এবং 33W একটি চার্জার। 128GB এবং 256GB রোম সাথে 4GB র্যাম নিয়ে দুইটা ভেরিয়েন্ট এ পাওয়া যাবে সাথে microSDXC কার্ড স্লট ও থাকবে অতিরক্ত মেমোরি কার্ড ব্যবহার করার জন্য।

এই মোবাইলে ব্যাবহার কারা হয়েছে Mediatek Helio G81 Ultra এর একটি প্রসেসর (চিপসেট) এবং অপারেটিং সিস্টেমে থাকছে Android 15। Redmi 15C 4G মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্স এর একটি ক্যামেরা এবং সামনে থাকছে ১৩ মেগাপিক্স এর ক্যামেরা। ৬.৬ ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে থাকছে এবং 120Hz রিফ্রেশ রেট। যেহেতু মোবাইলটি এখনো মার্কেটে লঞ্চ করেনি তাই সকল তথ্য ১০০% সঠিক নয়, এর তথ্য কিছুটা পরিবর্তন হতে পারে। তবে আশা করা যাচ্ছে ১৩,০০০ হাজার থেকে ১৭,০০০ হাজার টাকার ভিতরেই দুইটা ভ্যারিয়েন্ট কিনতে পারা যাবে। যারা একদম স্বল্প বাজেটের ভিতর যারা মোবাইল কিনতে চান তাদের জন্য Xiaomi Redmi 15C 4G মোবাইলটি অনেক ভাল হবে।
For more details, visit our Facebook page www.facebook.com/allmobilenews