বাংলা নিউজ
খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে Oppo Find X9+

Oppo আনঅফিসিয়াল ভাবে তাদের Find X9+ সিরিজের অফিসিয়াল সাসপেনশন প্রকাশ করেছে। খুব শীঘ্রই হয়তো তারা এই স্মার্টফোনটি বাজারে নিয়ে আসবে। ১২ জিবি এবং ১৬ জিবি RAM এ বাজারে আসতে পারে মোবাইল ফোনটি।
অপারেটিং সিস্টেমে Android 16 এবং Mediatek Dimensityএর প্রসেসর ব্যবহার করা সম্ভব না রয়েছে। অন্যদিকে ব্যাটারি কথা বলতে গেলে সেখানে ব্যবহার করা হয়েছে 7025mAh এর একটি পাওয়ারফুল ব্যাটারি। তবে তার যুক্ত চার্জিং এর ব্যবস্থার সাথে এখানে ওয়ারলেস চার্জিং ও ব্যবহার করা হবে।
Oppo Find X9+ ফাইভ-জি মোবাইলে পিছনের দিকে তিনটি ক্যামেরা ব্যবহার করার সম্ভাবনা আছে এবং প্রত্যেকটি ক্যামেরা ৫০মেগাপিক্সেল এর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর মাধ্যমে 4K রেজুলেশনের ভিডিও করা যাবে। তবে এই ডিভাইসটি কবে বাজারে আসবে তা এখনো প্রকাশ করা হয়নি।
Facebook page allmobilenews.com